খাসির মাংস রান্নার রেসিপি

খাসির মাংস রান্নার রেসিপি শিখতে আপনার জন্য একটি সুস্বাদু ও সহজ পদ্ধতি নিয়ে এসেছি আমি। তো চলুন শুরু করা যাক।

খাসির মাংস রান্নার উপকরণঃ

  • তেজপাতা ২টা
  • বড় দারচিনি ৩ টা
  • এলাচ ৬ টা
  • লবঙ্গ ৬ টা
  • হলুদের গুড়া ২ চামচ
  • মরিচের গুড়া ২ চামচ
  • ধনিয়ার গুড়া ২ চামচ
  • জিরা গুড়া ২ চামচ
  • গরম মসলার গুড়া ১ চামচ
  • আদা বাটা ২ চামচ
  • রসুন বাটা ২ চামচ
  • পিয়াজ কুচি ২ কাপ
  • আলু ৪ টা
  • তেল ১ কাপ
  • লবন ২ চামচ
  • খাসির মাংস ১ কেজি

খাসির মাংস তৈরি করার পদ্ধতিঃ

একটি প্যান ও ১ কাপ তেল

ধাপ ১ – প্রথমে একটি প্যান বা কড়াই নিন ও চুলাই বসান।

ধাপ ২ – প্যান গরম হলে তাতে ১ কাপ তেল দিয়ে দিন।

তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ প্যানে

ধাপ ৩ – তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ প্যানে দিন।

প্যানে ২ কাপ পিয়াজ কুচি

ধাপ ৪ – মসলা গুলো থেকে সুন্দর গন্ধ বের হলে তাতে ২ কাপ পিয়াজ কুচি দিয়ে দিন।

ধাপ ৫ – পিয়াজ কুচি বাদামি কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।

প্যানে রসুন বাটা, আদা বাটা হলুদের গুড়া দেওয়া হল

ধাপ ৬ – এবার রসুন বাটা, আদা বাটা, হলুদের গুড়া, মরিচের গুড়া, জিরা গুড়া, ধনিয়ার গুড়া ও ২ চামচ লবন দিন।

ধাপ ৭ – সামান্য পানি দিয়ে মসলাটি মাঝারি আগুনে ১৫ মিনিট কষিয়ে নিন।

মাংস ও আলু মসলার মধ্যে দেওয়া হল

ধাপ ৮ – এবার মাংস ও আলু টি মসলার মধ্যে দিয়ে ২০ মিনিট কষিয়ে নিন।

৪ কাপ গরম পানি দেওয়া হল

ধাপ ৯ – কষানো হলে তাতে ৪ কাপ গরম পানি দিয়ে দিন।

মাংসটি সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না হচ্ছে

ধাপ ১০ – মাংসটি সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।

১ চামচ গরম মসলার গুড়া দেওয়া হল

ধাপ ১১ – মাংসটি সিদ্ধ হয়ে গেলে তাতে ১ চামচ গরম মসলার গুড়া দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন।

এইতো হয়ে গেল আপনার খাসির মাংস রান্না।

Shopping Cart
Scroll to Top