আজকে আমরা শিখবো কিভাবে ঘি দিয়ে ডিম ভাজি করতে হয় । হে আপনি ঠিক শুনেছেন ঘি দিয়ে ডিম ভাজা যাই এবং খেতেও খুব সুস্বাদু । আমরা শুধু তেল এর বিপরীতে ঘি ব্যাবহার করবো ডিম ভাজতে । এতে ডিম ভাজিতে যেমন স্বাদ বাড়বে তেমনেই খাবারে পুষ্টির মান ও দ্বিগুণ বাড়বে । তবে অবশ্যই খাঁটি ঘি ব্যাবহার করবেন ।
Table of Contents
যা যা উপকরণ লাগবেঃ
- ১টি ডিম
- ১/২ টেবিল চামচ ঘি
- লবণ আপনার পরিমাণ মতো
- টাটকা মরিচ
- পরিমাণ মতো পেয়াজ
- কড়াই বা প্যান
ডিম ভাজি তৈরি করার নিয়মঃ
Step 1: প্রথমে কড়াই বা প্যানটি গরম করে নিন
Step 2: ঘি গরম প্যানে দিন ও ভালো করে ঘুড়িয়ে ঘুড়িয়ে প্যানের চারিদিকে মাখিয়ে নিন।
Step 3: ডিম ভেঙ্গে পেয়াজ, মরিচ ও লবণ পরিমাণ মতো দিয়ে মিক্স করে প্যানে ঢেলে দিন।
Step 4: ডিমটি সামান্য বাদামী না হওয়া পর্যন্ত ভাজতে থাকু।
Step 5: ভাজা হলে হাতা দিয়ে ডিমটি আস্তে উল্টে দিন যাতে ডিম ভাজি ভেঙ্গে না যাই।
Step 6: এবার হাতা দিয়ে ডিম ভাজিটি একটি প্লেটে রাখু।
এতোই হয়ে গেল আপনার ঘি দিয়ে ডিম ভাজি। অবশ্যই গরম গরম খাবেন নাহলে ডিম ভাজির স্বাদ কিছুটা হ্রাস পাবে।
আমার নাম শাপলা সরকার, আমি একজন সার্টিফাইড নিউট্রিশনিস্ট। আমি গত ১০ বছর ধরে মানুষকে স্বাস্থ্যকর খাবার সেবন ও জীবনশৈলী অবলম্বনের পরামর্শ দিচ্ছি। বিশেষ করে দেশী সুষম আহারগুলো সম্পর্কে আমার বিশেষ আগ্রহ ও অভিজ্ঞতা রয়েছে। আশা করি আমার লেখা ও পরামর্শগুলো থেকে আপনারা উপকৃত হবেন।